• chanakyabangla

রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নম্বর বদলাচ্ছে


রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের নম্বর বদলাচ্ছে

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

রান্নার গ্যাস বুকিংয়ের নম্বর বদলাচ্ছে। ১ নভেম্বর থেকে ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের নতুন নম্বরে ফোন করে বুকিং করতে হবে। এছাড়া গ্যাস ডেলিভারির সময় ওটিপি দেখানোও বাধ্যতামূলক করা হচ্ছে। তবে ইন্ডেন ছাড়া অন্যন্য গ্যাস সরবরাহকারী সংস্থার সিলিন্ডার বুকিংয়ের নম্বর একই থাকছে।

জানা গিয়েছে, গ্যাস বুকিংয়ের ঝক্কি কমাতে বেশ কয়েক বছর আগে থেকেই ফোনে সিলিন্ডার বুকিং করার পদ্ধতি চালু হয়। পশ্চিমবঙ্গ, সিকিম ও আন্দামানের ইন্ডেন গ্যাস ব্যবহারকারীরা ৯০৮৮৩২৪৩৬৫ নম্বরে ফোন করে সিলিন্ডার বুকিং করেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশান জানিয়েছে, ১ নভেম্বর থেকে সিলিন্ডার বুকিংয়ের জন্য ইন্ডেন গ্যাস ব্যবহারকারীদের ফোন করতে হবে ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরে। মেসেজের মাধ্যমেও গ্যাস বুক করতে পারবেন গ্রাহকরা। নথিভুক্ত নেই এমন দিয়েও বুকিং করা যাবে, সেক্ষেত্রে লাগবে কনজিউমার নম্বর। তবে শুরুতে অনেকেই নতুন নম্বর না জানতে পারেন। তাই গ্রাহকদের সুবিধার জন্য আপাতত কিছুদিন দুটি নম্বরেই গ্যাস বুকিং করা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে ডেলিভারির সময় ওটিপি দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে।