• chanakyabangla

শীতের আমেজ কলকাতা সহ গোটা রাজ্যে


শীতের আমেজ কলকাতা সহ গোটা রাজ্যে

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

হাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল! বৃষ্টির পরই মহানগরীর তাপমাত্রা নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। ফলে শহর কলকাতা জুড়ে শীতের আমেজ। জেলাগুলিতেও শীতের অনুভব।

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘলা থাকলেও

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী দুদিনে তাপমাত্রা আরও নামবে এবং ভাল ঠাণ্ডা পড়বে বলে আবহবিদরা জানিয়েছেন। পশ্চিমের জেলাগুলিতে পারদ নামতে শুরু করেছে।

অন্যদিকে, উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। অন্যান্য জেলাগুলিতেও আগামী কয়েকদিনে জাঁকিয়ে শীত পড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে।