• chanakyabangla

সিআর সেভেন এর মুকুট যুক্ত হল শততম রেকর্ড।


সিআর সেভেনের মুকুটে যুক্ত হলো শততম রেকর্ড।

চাণক্য বাংলা ওডেস্ক

দেশের জার্সিতে 100 তম গোলের রেকর্ড গড়লেন cr7, পৃথিবীতে তিনি দ্বিতীয় তম ব্যক্তি যিনি রেকর্ড করলেন।মঙ্গলবার সুইডেনের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় 45 মিনিটের ফ্রি কিক তিনি এই গোল করে এই রেকর্ডটি করলেন। 72 মিনিটের মাথায় তিনি আরো একটি গোল করেন। পর্তুগাল ওই ম্যাচটি জিতে যায়।cr7 আগে এই রেকর্ডটি গড়েন ইরানিয়ান ফুটবলার আলী দায়েই।