• chanakyabangla

সুশান্ত সিং রাজপুতের ফ্যান ফলোয়িং যেন তাঁর মৃত্যুর পর আরও বেড়ে গিয়েছে।


সুশান্ত সিং রাজপুতের ফ্যান ফলোয়িং যেন তাঁর মৃত্যুর পর আরও বেড়ে গিয়েছে।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

কিছুদিন আগেই দুর্গার পটচিত্রে কার্তিকেয়র রূপে প্রয়াত অভিনেতাকে এঁকেছিলেন এক পটুয়া। এবার সুশান্তের মোমের মূর্তি গড়ে তাঁকে শ্রদ্ধা জানালেন আসানসোলের বিশিষ্ট শিল্পী সুকান্ত রায়। সুকান্ত বললেন, ‘‌আমি সুশান্তকে খুব পছন্দ করতাম। এটা দুর্ভাগ্যজনক যে উনি মারা গেলেন। তাঁর স্মৃতিতেই তাই এই মূর্তি গড়েছি। যদি তাঁর পরিবার অনুরোধ করে আমাকে, তাহলে আমি তাঁদের আরেকটা নতুন মূর্তি গড়ে দেব।’‌

সুশান্তের মোম মূর্তির খবর চাউড় হতেই আসানসোলে সুকান্ত রায়ের স্টুডিওতে দর্শকদের ঢল নেমেছে। এর আগেও অমিতাভ বচ্চন, বিরাট কোহলির মতো সমাজের বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্টজনেদের মোমের মূর্তি গড়েছেন সুকান্ত। তাঁর নিজের স্টুডিওতে দর্শকদের যাতায়াত লেগেই থাকে। সীমিত জোগানেও সুকান্তর এই পরিশ্রম এবং শিল্পের প্রতি তাঁর নিষ্ঠার জন্য রাজ্যে এখন ক্রমে পরিচিতি পাচ্ছেন তিনি।