• chanakyabangla

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কপিল দেব


সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কপিল দেব

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

নবমীতেই এল ভাল খবর। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। রবিবার দুপুরে কপিল দেবের এক সতীর্থ চেতন শর্মা ট্যুইট করে এই সুখবরটি জানান।

এদিন চেতন শর্মা নিজের ট্যুইটার হ্যান্ডেলে হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে কপিল দেবের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ডক্টর অতুল মাথুর কপিলজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। হাসপাতাল থেকেও তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।’ 'বিশ্বজয়ী' অধিনায়কের সুস্থতার খবরে স্বস্তি পেয়েছেন কপিল-ভক্ত এবং ক্রিকেট অনুরামীরা।

উল্লেখ্য,সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওখলা রোডে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে মুক্তি পেলেন তিনি।