• chanakyabangla

হঠাতই হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মুকুল রায়


হঠাতই হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মুকুল রায়

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

হঠাতই হাসপাতালে ভর্তি বিজেপি নেতা মুকুল রায়। একটি দলীয় কর্মসূচি সেরে বুধবার বিকেলেই  হাসপাতালে ভর্তি হ্নয়েছেন তিনি।


সঠিকভাবে কিছু জানা না গেলেও একথা জানা গিয়েছে, কিছুদিন আগেই মুকুল রায়কে চিঠি পাঠিয়েছে ইডি। জানতে চাওয়া হয়েছে তাঁর স্ত্রী-য়ের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস।


প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতাল থেকে ইমেলের মাধ্যমে কিছু ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দিয়েছেন মুকুল রায়। তবে যা যা তথ্য চেয়ে পাঠানো হয়েছিল সেগুলো সব এখনও পাঠানো হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে ইডি সুত্রে।


বাংলায় বিজেপি’‌র মূল কাণ্ডারি মুকুল রায়। সেরকমই কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এবার সেই বিজেপি নেতা মুকুল রায় এবং তাঁর স্ত্রীর সম্পত্তির পূর্ণ হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়ে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


অন্যদিকে এবিষয়ে মুকুল রায় সাফ জানিয়েছেন, তিনি এমন কোনও নোটিশ পাননি। পেলে অবশ্যই জানাবেন। ইডি’‌র দাবি, নথিপত্র বা ব্যাংক আমানতের যে সব তথ্য তিনি আগে পেশ করেছেন সেখানে সব তথ্য নেই। তাই সম্পূর্ণ লিস্ট তাঁদের পেশ করতে হবে।