• chanakyabangla

৭দফা দাবি নিয়ে কোচবিহারের রাজপথে 'RSS 'এর ছাত্র সংগঠন (এবিভিপি)চাণক্য বাংলা ওয়েব ডেস্ক: নিট এবং জেইই পরীক্ষার্থীদের যাতায়াত এবং সমস্ত কিছুর ব্যবস্থা করার দাবি সহ, আরো ছয় দফা দাবি নিয়ে কোচবিহারের রাজ পথে নামলো RSS

এর ছাত্র সংগঠন(ABVP)। এদিন তারা বিক্ষোভ মিছিল এর পাশাপাশি, কোচবিহার শহরের সুনীতি রোডের সামনে অবস্থান-বিক্ষোভ করেন।


তাদের দাবি,

সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত রকম ফ্রী মুকুব করতে হবে। মেরিট লিস্টে দুর্নীতি বন্ধ করতে হবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফি বৃদ্ধি করা যাবে না।

বিশ্বভারতীর গেট যে দুষ্কৃতীরা ভেঙেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে

সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা গড়তে হবে।


NEEওJEE পরীক্ষার্থীদের সমস্ত রকমের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে

এবং পশ্চিমবঙ্গে EWSএ ১০% সংরক্ষন অবিলম্বে চালু করতে হবে। উপস্থিত ছিলেন(ABVP) নেতা, অনুরুদ্ধ দে সরকার, কৌশিকদা, সহ অন্যান্য জেলা ও রাজ্য নেতৃত্ব ।