• chanakyabangla

বিদ্যুতের বর্ধিত মূল্য বাতিলের দাবিতে কোচবিহারে ,পথে নামল ফরওয়ার্ড ব্লকচাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

লকডাউনের পর দেশে যখন আনলক প্রক্রিয়া চলছে,তখন বিদ্যুতের বিল দিতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিভিন্ন সমস্যা, এই সমস্যা বুঝতে পেরে বিদ্যুৎ বিল মুকুব সহ বিভিন্ন দাবিতে পথে নামলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক। আজ তারা খাগড়া বাড়িতে মিছিল করে, ইলেকট্রিক সিটি বোর্ডে অফিসে যায় এবং সেখানকার আধিকারিক এর নিকট একটি স্মারকলিপি জমা দেয়, তাদের এই মিছিলে জনসমাগম ছিল চোখে পড়ার মতো,উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার, এবং সারা ভারত ছাত্র ব্লকের সর্বভারতীয় সম্পাদক কমরেড সৌমিক সরকার প্রমূখ।