• chanakyabangla

ERSS (Emergency Response Support System) চালু হতে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে


ERSS (Emergency Response Support System)

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

অত্যাধুনিক পুলিশী পরিষেবার অঙ্গ হিসাবে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও চালু হতে চলেছে Emergency Response Support System ( ERSS)। ইতিমধ্যেই জেলায় এসেছে প্রযুক্তি বিষয়ক যন্ত্রাংশ এবং শুরু হয়েছে স্ক্রিনিং। আজ নবনির্মিত ERSS কক্ষ্যটির দ্বারোদ্ঘাটন করলেন শ্রী দীনেশ কুমার, আই. পি. এস., আরক্ষাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর।


এই কক্ষ্যটি সম্প্ৰতি পরলোকগত করোনাযোধ্যা সাব ইন্সপেক্টর অতনু প্রামানিক এর নামে উৎসর্গ করা হল অতনু স্মৃতি ভবন হিসাবে।


আগামী দিনে এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ।