• chanakyabangla

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজিতে মৃত্যু হল এক কিশোর সহ দুজনের


পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমাবাজিতে মৃত্যু হল এক কিশোর সহ দুজনের।

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

গুরুতর জখম আরও তিনজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০.‌৪৫ মিনিট নাগাদ। মৃত ব্যক্তি এবং আহতরা সবাই তৃণমূলকর্মী। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাতে ওই তৃণমূলকর্মীরা একটি দোকানের সামনে বসে গল্প করছিলেন। আচমকা একদল দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে কয়েকটি বোমা ছুড়ে চম্পট দেয়। ওই দোকানের কাছেই দাঁড়িয়েছিল, ১৪ বছরের ওই কিশোর। বিস্ফোরণের পর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সবাই। হাসপাতালে নিয়ে গেলে শেষ মজহর নামে ওই কিশোর এবং মহম্মদ নাসিম নামে এক তৃণমূলকর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জখম তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত আছে বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ঘটনার তদন্তে নেমেছে কেশপুর থানার পুলিশ।